সিলেট: সিলেট বিভাগে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) পাশের হার ৯৬.৭৯ শতাংশ। সিলেটসহ চার জেলায় ২ লাখ ৩৭ হাজার ২শ’ ৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয় ২ লাখ ১৬ হাজার ৫শ’ ৫৫ জন।
এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৯শ’ ৪১ জন। তন্মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত বালক ৩ হাজার ৬শ’ ৯২ জন ও বালিকা ৪ হাজার ২৪৯জন। সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছোট শিশুদের বড় ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের শিশুরা ভাল ফলাফল করেছে। এজন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বিভাগের চার জেলার মধ্যে সিলেটের ১২ উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) পাশের হার ৯৬ দশমিক ৬৪ শতাংশ। এ জেলায় ৭২ হাজার ২শ’ ২৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয় ৬৯ হাজার ৮শ’ ১ জন। কৃতকার্যদের মধ্যে বালক ৩১ হাজার ৪শ’ ৩২ এবং বালিকা ৩৮ হাজার ৩শ’ ৬৮ জন।
আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২শ’ ৮১ জন। জিপিএ-৫ প্রাপ্ত বালক ১ হাজার ৫শ’ ৯৭ এবং বালিকা ১ হাজার ৬শ’ ৮৪ জন।
তবে জেলার ১২ উপজেলায় ৭৫ হাজার ৬শ’ ১১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অনুপস্থিত থাকে ৩ হাজার ৩শ’ ৮৬ জন। এদের মধ্যে বালক ১ হাজার ৭শ’ ১০ এবং বালিকা ১ হাজার ৬শ’ ৭৬ জন।
বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী এ তথ্য নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম।
সিলেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র আরও জানায়, সিলেটসহ চার জেলায় অকৃতকার্য হয় ৭ হাজার ২১৯ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৩৩৫ জন ও ছাত্রী ৩ হাজার ৮৬৬ জন।
আর পুরো বিভাগে ২ লাখ ৩৭ হাজার ২শ’ ৭০ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও ১২ হাজার ৫০৬ জন পরীক্ষায় অংশ নেয়নি। এর মধ্যে বালক ৬ হাজার ২শ’৪৬ জন ও বালিকা ৬ হাজার ২শ’ ৬০ জন।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এনইউ/আরআই