ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো সাতক্ষীরা সরকারি কলেজের আড়াই হাজার নবীন শিক্ষার্থীকে।

রোববার(১০ জানুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।



নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

সাতক্ষীরা সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক সুদেব কুমার বিশ্বাস, শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, সাতক্ষীরা সরকারি কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।