জবি: অষ্টম জাতীয় বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ, অন্যান্য অসঙ্গতি দূর ও শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলসহ পাঁচ দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার (১১ জানুয়ারি) থেকে এ কর্মবিরতিতে যাবেন শিক্ষকরা।
রোববার (১০ জানুয়ারি) জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে।
এদিকে শিক্ষকদের এই কর্মবিরতি ঘোষণায় বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। জবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলাম বাংলানিউজকে বলেন, শিক্ষকদের কর্মবিরতি ঘোষণায় পরীক্ষা নিয়ে বিভ্রান্তিতে আছি আমরা।
তবে ডিপার্টমেন্ট থেকে সময় মতো পরীক্ষার হলে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএইচএস/আরএম