ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হোসেনপুর পানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
হোসেনপুর পানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় বিনামূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগে ২৩ নং সরকারি পানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আফাজ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে উপ বিভাগীয় পরিচালক শিক্ষা।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ আদেশ সম্বলিত একটি চিঠি এসে পৌঁছ‍ায়।



জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা বাংলানিউজকে জানান, প্রাথমিক তদন্তে কিছু প্রমাণ পাওয়ায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আরো তদন্তের জন্য হোসেনপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
 
বিনামূল্যের এ বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগে ০৬ জানুয়ারি “বই নাও, টাকা দাও!” শিরোনামে বাংলানিউজটোয়েন্টিফোর.কমে একটি সংবাদ প্রকাশ হয়।

** বই নাও, টাকা দাও!

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।