ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ডিআইএ পরিদর্শন করলো কার্ডিফ ইউনিভার্সিটির প্রতিনিধিরা

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ডিআইএ পরিদর্শন করলো কার্ডিফ ইউনিভার্সিটির প্রতিনিধিরা

ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ) পরিদর্শন করেছে যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিনিধি, হেড অব কোলাবরেটিভ প্রভিশন লয়েড পাওয়েল।

সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এ সময় লয়েড পাওয়েল পর্যায়ক্রমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

পরিদর্শনকালে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, ডিআইএ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন কোর্স চালু ও মানসম্মত শিক্ষার বিষয়টি পরীক্ষা করাই ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য। ডিআইএ’র বিভিন্ন অবকাঠামো ও শিক্ষার পরিবেশ পরিদর্শন শেষে লাইব্রেরি এবং অবকাঠামো উন্নয়নে সুনির্দিষ্ট পরামর্শ দেন লয়েড পাওয়েল, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।