ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে মঙ্গলবার (১২ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছে।  
 
পূর্ব ঘোষণা অনুযায়ী দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছে শিক্ষকরা।


 
অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে কর্ম বিরতি শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
 
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, দ্বিতীয় দিনের মতো শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছে। ঘোষণা অনুযায়ী শিক্ষকদের দাবি মানা না হলে আন্দোলন চলতে থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।