ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সেশন জটের পথে জবি, উদ্বিগ্ন শিক্ষার্থীরা

রিফাত আলম রাজ, জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
সেশন জটের পথে জবি, উদ্বিগ্ন শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়): পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পূর্ণ কর্মবিরতি অষ্টম দিনেও অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার (জানুয়ারি ১৮) কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

ফলে সেশন জটের পথে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।  

সোমবার (১৮ জানুয়ারি) আন্দোলনের এ দিনেও জবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়ে কর্ম বিরতি পালন করছেন শিক্ষকরা।

এদিকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১৭ জানুয়ারি ওরিয়েন্টেশন ক্লাস ও ১৮ জানুয়ারি ক্লাস হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মসূচির কারণে তা ভেস্তে গেছে।   

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমাজ বিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ বিভিন্ন বিভাগের পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী আজকে পরীক্ষা হওয়ার কথা থাকলেও আন্দোলন কর্মসূচির কারণে তা অনুষ্ঠিত হয়নি।

গণিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মিঠুন চক্রবর্তী বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলাকালীন পরীক্ষা নিলেও আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে অন্তত ফাইনাল পরীক্ষাগুলো নেওয়ার অনুরোধ জানান তিনি।

নৃ-বিজ্ঞান বিভাগের ফাইনাল বর্ষের শিক্ষার্থী মামুন বলেন, স্বাভাবিক অবস্থায় জবিতে সেশন জট রয়েছে। কর্ম বিরতি এভাবে চলতে থাকলে আদু ভাই হওয়া ছাড়া কোন উপায় থাকবে না।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নূরে আলম আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত পেছানোর কোন সুযোগ নেই। আশা করা যায় শীঘ্রই সমাধান মিলবে।

জবি’র সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আবুল হোসেন বাংলানিউজকে বলেন, সাময়িক সেশন জট সৃষ্টি হলেও কোন সমস্যা নেই। আমরা অতিরিক্ত ক্লাস পরীক্ষার মাধ্যমে তা সমাধান করব।

উল্লেখ্য, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ডাকা পূর্ণ কমবিরতির কারণে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এ কর্ম বিরতি পালন করেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।