ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সমাবর্তন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সমাবর্তন অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকার মিরপুর সেনানিবাসের বিইউপি ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মো. আবদুল হামিদ।

এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এমপি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।    

কৃতিত্বপূর্ণ ফলাফল করায় এ অনুষ্ঠানে বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল শেখ মামুন খালেদ, মেজর মো. সোলায়মান ও এয়ার কমডোর সুরাট সিংকে চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হয়।

উল্লেখ্য, এয়ার কমডোর সুরাট সিং ভারতীয় নাগরিক। তিনি মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে মাস্টার অব সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ- কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। এছাড়া ১১ জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়। এ সমাবর্তনে সর্বমোট ৮৩৫ জন গ্রাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, বিমান বাহিনী ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিইউপি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।