ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘বেতন দ্বিগুণ করার নজির নেই বিশ্বে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
‘বেতন দ্বিগুণ করার নজির নেই বিশ্বে’ ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতি গড়ার কারখানায় যারা কাজ করছেন তাদের প্রত্যাশা পূরণের চেষ্টায় সরকার দ্বিগুণ বেতন বাড়িয়েছে। বিশ্বের কোনো দেশে এমন নজির নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।



রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে অধিকার প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত অর্থায়ন, মানসম্মত শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষক উন্নয়নে করন্যায্যতা প্রতিষ্ঠা’ শীর্ষক এক অভিজ্ঞতা বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অ্যাকশনএইড বাংলাদেশ ও ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি) সভার আয়োজন করে।

শিক্ষাদানে শিক্ষকদের মনযোগী হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, এখন মানসম্মত শিক্ষা নিশ্চিত করাটাই আমাদের বড় কাজ। আর এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে গুরুত্ব দিতে হবে। নতুবা উচ্চপর্যায়ে শিক্ষার্থীরা ঝড়ে পড়বে।

অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিনামূল্যে বই দিয়ে সরকার বোঝাতে চায়, আপনার সন্তানের শিক্ষা রাষ্ট্রের জন্য প্রয়োজন। কারণ, তারাই ভবিষ্যৎ রাষ্ট্রের চালিকাশক্তি।

মন্ত্রীর বক্তব্যের আগে আইএইচডি চেয়ারম্যান অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, শিক্ষাদানে সম্পৃক্তদের যুক্তিসঙ্গত প্রত্যাশা পূরণ, শিক্ষক-শিক্ষার্থী তথা শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে কর প্রদানে সক্ষম করদাতাদের করের আওতায় আনা প্রয়োজন। কারণ যথোপযুক্ত বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা দীর্ঘদিন ধরে বাংলাদেশে শিক্ষায় অর্থায়নের প্রাসঙ্গিক বিষয়।

সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, আইএইচডি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলী আকবর খান ডলার, বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এইচআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।