শুক্রবার (০৬ জানুয়ারি) ঢাবির শামসুন নাহার হলের প্রাক্তন ছাত্রীদের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘পড়ার সুযোগ সবাই চায়।
সমাজের পেছনের দিকে পড়ে আছে যারা, তাদের সাহায্য করা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।
স্মৃতিচারণ করে মুহিত বলেন, ‘পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন সবার জন্য বেশ আনন্দের। আমার বেশ ভালো লাগছে এখানে এসে। আমি যখন ঢাবিতে পড়তাম, তখন হলের জায়গায় ফাঁকা মাঠ ছিলো, এখন বিশাল হোস্টেল হয়েছে, দেখে ভালো লাগছে’।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। সব ক্ষেত্রে নারীদের অর্জন এখন চোখে পড়ার মতো। নারীদের এখন বড় বড় জায়গায় যেতে হবে। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।
শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আভা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা ও ঢাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এমসি/এএটি/এএসআর