শনিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ এফডিসিতে অনুষ্ঠিত হয় বিতর্কের ফাইনাল। বিজয়ী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির দলকে নগদ ১ লাখ টাকা, ইবাইস ইউনিভার্সিটির রানার্স আপ দলকে নগদ ৫০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দলকে ২৫ হাজার টাকার চেক, ক্রেস্ট, সনদ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জমান, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম. এ. সবুর ও ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিজয়ী বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পক্ষে ছিলেন, দলনেতা হাফিজ উদ্দিন, জহিরুল ইসলাম ও মার্জিয়া ইসলাম। অন্যদিকে সরকারি দল ইবাইস ইউনিভার্সিটির পক্ষে ছিলেন দলনেতা রিয়াজুল ইসলাম, অনীতা ইসলাম ও মাহফুজ।
উল্লেখ্য, এবার দেশের ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই দুর্নীতি বিরোধী বিতর্কে অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
এসজে/আরআর/আরআই