ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বেহুলা-লখিন্দর প্রদর্শনী বৃহস্পতিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
শাবিপ্রবিতে বেহুলা-লখিন্দর প্রদর্শনী বৃহস্পতিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মৌলিক শ্রুতিনাটক বেহুলা-লখিন্দরের প্রদর্শনী হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ জানুয়ারি)।

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মৌলিক শ্রুতিনাটক বেহুলা-লখিন্দরের প্রদর্শনী হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ জানুয়ারি)।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈ আবৃত্তি সংসদের উদ্যোগে মিনি অডিটোরিয়ামে এ শ্রুতি নাটকের আয়োজন করা হচ্ছে।

রোববার (০৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান মাভৈয়ের সভাপতি কাসিব মুন্না।  

নাটকটি রচনা করেছেন কপিল ভট্টাচার্য। মাহফুজ আহমেদের নির্দেশনায় এবং কাসিব মুন্নার পুনঃনির্দেশনায় বৃহস্পতিবার বিকেল ৫টায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে কাসিব মুন্না বাংলানিউজকে জানান, প্রদর্শনীর জন্যে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসআরএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।