ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ধুনটে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ধুনটে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ধুনটে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ-ছবি: বাংলানিউজ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিদ্যালয় চত্বরে আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান টিআইএম নূরুন্নবী তারিক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন-বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজনিন নাহার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাহাদুর আলী, সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, সহকারী শিক্ষক একেএম আজাদ, সোলায়মান হোসেন, কামরুল হাসান, উজ্জ্বল কুমার ও হাসান খসরু নুপুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।