ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে আগামী ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) আনন্দ শোভাযাত্রা’র আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ১৭ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় জাতীয় যাদুঘরের সামনে থেকে বিভিন্ন কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কলেজ অধ্যক্ষ-কর্মকর্তাদের ‘আনন্দ শোভাযাত্রা’র আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রাটি বাংলা একাডেমি ও দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা’য় নেতৃত্ব দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।