বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরোফিন সিদ্দিক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউট (আইএমএল) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এ সময় ঢাবি’র উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই রবীন্দ্র চেয়ার রয়েছে।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, হিন্দি বিশ্বে চতুর্থ জনপ্রিয় ভাষা। সহজ সরল গঠন ও অন্য ভাষার সঙ্গে মিল থাকার কারণেই উত্তরোত্তর হিন্দি ভাষা আরও প্রসারিত হচ্ছে।
ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে আলোচনা পর্বে ইনস্টিটিউট পরিচালক ইফাত আরা মজিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হিন্দি ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও হিন্দি ভাষার ই- ম্যাগাজিন উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কেজেড/জিপি/এমজেএফ