বুধবার (১১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের প্রথম বর্ষের ক্লাস পরিদর্শন শেষে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
উপ-উপাচার্য বলেন, সেশনজট রোধ করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখন দেশের সম্ভাবনাময় বিশ্ববিদ্যালয় উল্লেখ করে বিশ্ববিদ্যলয়কে জঙ্গিমুক্ত করতে এবং সুষ্ঠভাবে পরিচালনা করতে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে সহোযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন ও জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকগন।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসআরএস/এমজেএফ