শুক্রবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে সংগঠনটি। সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীরা এতে অংশ নেন।
এর আগে একই দাবিতে গত ০৮ জানুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। এছাড়া ০৯ জানুয়ারি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে শিক্ষকদের মানবাধিকার লঙ্ঘনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্মারক লিপি দেওয়া হয়।
সংগঠনটির মতে, বর্তমানে সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসা) বিভিন্ন স্তরে ৫ থেকে ৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়। যেখানে প্রায় ৮০ হাজার শিক্ষক কর্মরত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমএমফআই/ওএইচ/আরআই