হল সূত্র জানায়, বিকেলে সাদ্দাম হোসেন হলের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরা-ফেরা করছিলেন রফিকুল। বিষয়টি হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দেখে তাকে আটক করে ইবি ছাত্রলীগের সহ সভাপতি ইমদাদুল হক শরিফ সোহাগের নেতৃত্বে প্রভোস্টের কাছে নিয়ে যান।
এসময় হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফুল আলম বিভিন্ন বিষয় জিজ্ঞাসা শেষে রফিকুলকে পুলিশের হাতে সোপর্দ করেন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এক যুবককে চোর সন্দেহে থানায় সোপর্দ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে মনে হয়েছে সে মানসিক ভারসাম্যহীন।
এ বিষয়ে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, কয়েকদিন ধরে হলে চুরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিকেলে সন্দেহজনক ঘোরাঘুরির জন্য ওই যুবককে আটক করে ছাত্ররা।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরবি/আরএ