সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে শিক্ষাকে জাতীয়করণ করার দাবিতে এ মিছিলটি বের করা হয়।
মিছিলটি নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি অধ্য মো. বজলুর রহমান মিয়া, মীর মো. আশরাফ হোসেন, আলী আসগর হাওলাদার প্রমুখ।
সমাবেশে বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের ৫ পার্সেন্ট বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমএএএম/বিএস