প্রতিযোগিতায় একক ও দলীয় পর্বে ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক ঐতিহ্যের ধারক ও বাহক।
‘আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অভিনয়)-২০১৬’ এর আহ্বায়ক বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা।
এছাড়াও বিচারকের দায়িত্বে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আফরোজা বানু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের শিক্ষক সৈয়দ মামুন রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল হালিম প্রামাণিক ও সহকারী অধ্যাপক কামালউদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ডিআর/এএ