ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দেবিদ্বারে দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
দেবিদ্বারে দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান ক্ষুদে শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

 

কাশেম আলী অ্যান্ড ওমেদা খাতুন ফাউন্ডেশন নামে একটি সংগঠন শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি দেওয়া হয়।

সুলতানপুর-বেতুনয়া গ্রামের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৭৩ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে প্রায় ২ লাখ টাকা বৃত্তি দেওয়া হয়।

সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ফাউন্ডেশনের পরিচালক মো. রুহুল কুদ্দস।

শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলকুড়ি কিন্ডার গার্টেন, শিশুবিদ্যা নিকেতন, তুলাগাঁও মহব্বত আলী উচ্চ বিদ্যালয়, কুরছাপ উচ্চ বিদ্যালয়, চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা ও সনদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।