ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষকদের

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
রুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষকদের

রাবি (রাজশাহী): রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্দোলন চলাকালীন উপাচার্য ও শিক্ষকদের সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেসবুক) আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আলীম।

এর আগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন প্রথা বাতিল করে কর্তৃপক্ষ।

রুয়েটের বিদ্যমান ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে ২৮ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। সর্বশেষ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত উপাচার্যসহ প্রায় ২২ জন শিক্ষককে প্রশাসন ভবনে অবরুদ্ধ করে রাখে আন্দোলকারী শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।