ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

চলে গেলেন শাবিপ্রবির মেধাবী শিক্ষার্থী ফয়সাল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
চলে গেলেন শাবিপ্রবির মেধাবী শিক্ষার্থী ফয়সাল

সিলেট (শাবিপ্রবি): মৃত্যুর কাছে হার মানলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আইপিই বিভাগের শেষবর্ষের মেধাবী শিক্ষার্থী ফয়সাল আহমেদ সুমন।

সবার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে সুমন না ফেরার দেশে চলে গেলেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার গ্রামের বাড়ি নরসিংদীতে।

সুমনের মৃত্যুতে শাবিপ্রবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) গ্রামের বাড়িতে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সহপাঠীরা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ