ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির এফইটি বিভাগের যুগপূর্তি উৎসব বৃহস্পতিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
শাবিপ্রবির এফইটি বিভাগের যুগপূর্তি উৎসব বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এফইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোজাম্মেল হক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি’ (এফইটি) বিভাগের দু’দিনব্যাপী যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনী শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোজাম্মেল হক।

‘এ ট্রিপ টু নস্টালজিয়া’ স্লোগান সামনে রেখে এ আয়োজন করছে এফইটি বিভাগ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মনির হোসেন, আফজাল হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, দু’দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রা, আনন্দ আড্ডা, সেমিনার, খেলাধুলাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন (২৪ ফেব্রুয়ারি) রয়েছে বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অ্যালামনাই কমিটি গঠন, ব্যান্ড ‘আর্টসেল’ এর ওপেন কনসার্ট।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভ‍ূঁইয়ার। উৎসবে মূল বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ও বাউকুলের উদ্ভাবক ড. এম এ রহিম।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।