ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় মানিকচক হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বগুড়ায় মানিকচক হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ায় মানিকচক হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত-ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়া মানিকচক হাইস্কুল ও সরকারি প্রাথমিক স্কুল মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।

এ সময় বক্তব্যে প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। দেশকে নিরক্ষর মুক্ত করতে সরকার শিক্ষাখাতে অনেক পদক্ষেপ গ্রহণ করছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। এরাই দেশের সম্পদ।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

দ্বিতীয় অধিবেশনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মাহফুজা খানম লিপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু, উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, আ.লীগ নেতা এস এম আইয়ুব আলী, ডা. এস এম সহিদুল ইসলাম সহিদ, ইয়াকুব আলী, এস এম ঈসা বাদশা, নজরুল ইসলাম,মিলন রহমান মিলু, শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক আব্দুস সালাম শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমবিএইচ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।