ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি সায়েন্স ক্লাবের নতুন কমিটি গঠন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
জাবি সায়েন্স ক্লাবের নতুন কমিটি গঠন জাবি সায়েন্স ক্লাবের নতুন কমিটি গঠন-ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২০১৭ সালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাস ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।

এ কমিটিতে শাহরিয়ার কবির সোহাগকে সভাপতি ও সবুজ সরকার শুভকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সাভারের একটি চায়নিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন ক্লাবটির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান সুমন, আবু সুফিয়ান ও সাদিয়া কথা, যুগ্ম-সাধারণ সম্পাদক আফিফা আনজুম ঐশী ও সাদিয়া আফরিন পিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার ওয়ালীউল্লাহ, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ নুরুল মোস্তফা সায়েম, সহকারী কোষাধ্যক্ষ নাহিদ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম তুহিন, সহকারী দফতর সম্পাদক ওবায়দুল্লাহ, পাঠাগার সম্পদক গোলাম রব্বানী, সহকারী পাঠাগার সম্পাদক নাফিঊর রহমান, আইটি সম্পাদক তাজীম মো. নিয়ামতুল্লাহ আখন্দ, সহকারী আইটি সম্পদক নাহিদুজ্জামান সম্রাট, শিক্ষা সম্পাদক সোহরাব সরকার স্বাধীন, সাহিত্য সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহকারী সাহিত্য সম্পাদক সনেট, প্রকাশনা সম্পদক রাকিব, সহকারী প্রকাশনা সম্পাদক মাসুম, প্রচার সম্পাদক সাব্বির, সমাজকল্যাণ সম্পাদক সোহাগ, সহ সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল, পরিকল্পনা সম্পাদক জাহিদ, প্রকল্প সম্পাদক আমির হামজা, সহ প্রকল্প সম্পাদক ঈশিতা কবির তন্নী, গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম রুহানী, সহ-গবেষণা সম্পাদক নাজমুন নাহার নীলা, ভর্তি কার্যক্রম সম্পাদক সাইদুল ইসলাম, সহ-ভর্তি কার্যক্রম সম্পাদক শরিফ, ক্রীড়া সম্পাদক সেলিম, মিডিয়া সম্পাদক মো. হাফিজুর রহমান, সহকারী মিডিয়া সম্পাদক শ্রাবণ, সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব, সহ সাংস্কৃতিক সম্পাদক হাফিজা আক্তার লাবনী।

এছাড়া সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মো. খবির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭

এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।