ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষার শেষ দিনে ৭ পরীক্ষার্থী অনুপস্থিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, মার্চ ২, ২০১৭
এসএসসি পরীক্ষার শেষ দিনে ৭ পরীক্ষার্থী অনুপস্থিত

দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার শেষ দিনে সাত পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (০২ মার্চ) দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, এসএসসি পরীক্ষার শেষ দিন হিসাব বিজ্ঞান পরীক্ষায় ৬ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ পরীক্ষায় সাত পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শিক্ষাবোর্ডের অধিনে আটটি জেলার দুই হাজার ৬০৫টি বিদ্যালয় থেকে ২৫২টি কেন্দ্রের এক লাখ ৬৩ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৮৪ হাজার ৩৬ জন ও ৭৯ হাজার ৩৪৬ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত এক লাখ ৪৮ হাজার ৭৩২, অনিয়মিত পরীক্ষার্থী ১৪ হাজার ২৫৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৯২ জন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।