ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

আইইউবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মিলান পাগন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, মার্চ ২, ২০১৭
আইইউবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মিলান পাগন ড. মিলান পাগন

ঢাকা: অধ্যাপক ড. মিলান পাগনকে আগামী চার বছরের জন্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ সম্প্রতি তাকে এই নিয়োগ দেন।

ড. পাগন ২০০২ সালে স্লোভেনিয়ার ম্যারিবোর বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ অধ্যাপক নিয়োজিত হন।

তিনি আইওয়া বিশ্ববিদ্যালয়ের হেনরী বি টিপি কলেজ অব বিজনেসের ব্যবস্থাপনা ও সংগঠন বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেন।

ড. পাগন মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস বিশ্ববিদ্যালয়ের একজন ফুল ব্রাইট স্কলার। ২০০১ ও ২০০২ সালে পরপর দুই বছর তিনি ম্যারিবোর বিশ্ববিদ্যালয়ের অরগানাইজেশনাল সায়েন্সেস অনুষদের ‘প্রফেসর অব দ্য ইয়ার’ নির্বাচিত হন। বিশ্বখ্যাত বিভিন্ন জার্নালে তার অনেক আর্টিকেল প্রকাশিত হয়েছে। গুগল স্কলারে তিনি বিভিন্ন কাজের জন্য ৩০০০ এরও বেশি বার উদ্ধৃত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।