ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষার্থীদের ‘আক্ষেপ’ আসছে ১৫ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
জাবি শিক্ষার্থীদের ‘আক্ষেপ’ আসছে ১৫ মার্চ জাবি শিক্ষার্থীদের ‘আক্ষেপ’ আসছে ১৫ মার্চ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের তৈরি সামাজিক সচেতনতা নির্ভর শর্টফিল্ম ‘আক্ষেপ’ ইউটিউবে মুক্তি পাবে আগামী ১৫ মার্চ।

রোববার (১২ মার্চ) আক্ষেপ’র রচয়িতা ও নির্বাহী প্রযোজক খালেদুন রাতুল বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, ৭ মিনিটের এ শর্টফিল্মে একটি শক্তিশালী বার্তা আছে। যা সামাজিক সচেতনতায় ভূমিকা রাখবে।

আগামী ১৫ মার্চ ‘আর্ট ফ্লিমস’র ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি মুক্তি দেওয়া হবে।

এতে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, খালেদুন রাতুল, জোবায়ের টিপু, নাজিয়া ফেরদৌস, ওয়ালিউল্লাহ, সাইফ ভূইয়া ও রবিন খান।

পরিচালনা করেছেন নাঈম আবির এবং সম্পাদনা করেছেন নয়ন মাহমুদ ও এস আই বাবলু।

অভিনয়ের বিষয়ে অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলেন, গল্পটা সময়োপযোগী এবং সচেতনতামূলক। গল্পটা আমাকে আকৃষ্ট করেছে বলে অভিনয় করেছি।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আরআর/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।