ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন ৩০ ডিসেম্বর

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
জাবির রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন ৩০ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। 

সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক শেখ মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

২০ অক্টোবরে রেজিস্টার্ড গ্রাজুয়েট সেল প্রকাশিত চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত রেজিস্টার্ড গ্রাজুয়েট সদস্যরা নির্বাচনে অংশ নিতে পারবে।


 
৩১ অক্টোবর (মঙ্গলবার) প্রাথমিক ভেটার তালিকা ও ৭ নভেম্বর (মঙ্গলবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ নভেম্বর থেকে ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ নভেম্বর (মঙ্গলবার) এবং ২৯ নভেম্বর রিটার্নিং অফিসারের নোটিশ বোর্ড, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও দুটি পত্রিকায় চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।  

দু’টি ভোট কেন্দ্রে (কলা ও মানবিকী অনুষদ এবং সমাজবিজ্ঞান অনুষদ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

দীর্ঘ ১৮ বছর পর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন হতে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।