মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে ‘ডি’ ইউনিট সমম্বয়কারী অধ্যাপক ড. শামসুল আলম ফলাফল হস্তান্তর করেন।
প্রকাশিত ফলাফলে উক্ত ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন বলে জানা যায়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ‘ডি’ ইউনিটের সদস্য অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. রেজওয়ানুল হক, অধ্যাপক ড. মোস্তফা কামাল প্রমুখ।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মোট তিন শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘ডি’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে ১২ হাজার ৬৬১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
ভর্তি পরীক্ষার ফল ও সাক্ষাৎকারসহ বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে www.iu.ac.bd পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরবি/