ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে আ’পন্থী প্রার্থী যারা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে আ’পন্থী প্রার্থী যারা আওয়ামীপন্থী গণতান্ত্রিক ঐক্য পরিষদ নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে আওয়ামীপন্থী গণতান্ত্রিক ঐক্য পরিষদ নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব ভবনে নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন চুন্নু।

 
 
তিনি বলেন, আসন্ন সিনেট নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদ সমাজের সর্বস্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ত্যাগী ও পরীক্ষিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের সমন্বয়ে একটি প্যানেল মনোনীত করেছে। এ নির্বাচনে আপনাদের সচেতন সমর্থনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বসী গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ের কোনো বিকল্প নেই। এই বিজয় মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে দেশে গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার  ধারা অব্যাহত রাখায় সহায়ক হবে।  
 
এসময় তিনি নির্বাচন নিয়ে পরিষদের ৭টি লক্ষ্য তুলে ধরেন। এগুলো হলো- গণতান্ত্রিক আদেশে ১৯৭৩ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়ত্ত্বশাসন সমুন্নত রাখা, সিনেটের মাধ্যমে নির্বাচিত উপাচার্য নিয়োগ দান, শিক্ষা ও গবেষণা খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনা, নতুন নতুন যুগোপযোগী বিভাগ, গবেষণা ইনিস্টিটিউট প্রতিষ্ঠা, ছাত্র-ছাত্রীদের জন্য নতুন হল নির্মাণ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদেও আবাসন, উচ্চগতিসম্পন্ন ইন্টারনেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা, সিনেটে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বছরে দু’টি সিনেট অধিবেশন নিশ্চিত করা।  
 
২৫ পদে প্রার্থী যারা
অধ্যাপক ড. অসীম সরকার, এ.আর.এম এনামুল হক চৌধুরী, এ এইচ এম এনামুল হক চৌধুরী, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, এ বি এম বদরুজ্জো, অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালন, এম ফরিদউদ্দিন, অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, এস এম বাহালুল মজনুন চুন্নু, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, নিজাম চৌধুরী, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ, অধ্যাপক মো. আব্দুল বারী, আতাউর রহমান প্রধান, অধ্যাপক ডা. আব্দুল আজিজ, আলাউদ্দিন, নাসির উদ্দিন, ড. লিয়াকত হোসেন মোড়ল, রঞ্জিত কুমার সাহা, রামেন্দু কৃষ্ণ মজুমদার, অধ্যাপক শরীফ আহমদ সাদী, অধ্যাপক ড. সাদেকা হালীম, অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।  
 
রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ০৬ জানুয়ারি -২০১৮ ঢাকার বাইরে ২৯টি কেন্দ্রে, ১৩ জানুয়ারি ১৩টি কেন্দ্রে ও ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।