ঢাকা, রবিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রুয়েটে কর্মচারী সমিতির নির্বাচন মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
রুয়েটে কর্মচারী সমিতির নির্বাচন মঙ্গলবার

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্মচারী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার (১৯ ডিসেম্বর)।
 

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক এক বিবৃতিতে বিষয়টি জানান।

বিবৃতিতে এমদাদুল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মচারী সমিতির কার্যলয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোট গ্রহণ শেষে সাড়ে ৪টা থেকে ভোট গণনা শুরু হবে।

তিনি আরো জানান, এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ১৫টি পদের বিপরীতে দুইটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিচ্ছে। প্যানেল দুইটি হচ্ছে- মোস্তফা-আসলাম পরিষদ এবং মামুন-শরিফুল পরিষদ। এছাড়া, সভাপতি পদে মো. রোকনুজ্জামান রিপন এবং সাধারণ সম্পাদক পদে মো. রেজাউল করিম স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।