ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে আবাসিক হলের দাবিতে মানববন্ধন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৪, ডিসেম্বর ২০, ২০১৭
শাবিপ্রবিতে আবাসিক হলের দাবিতে মানববন্ধন শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসন, আবাসিক হল নির্মাণ, ক্যাফেটেরিয়া ও ডাইনিংয়ে খাবারের খরচ কমানোসহ বিভিন্ন দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শাখা ছাত্রফ্রন্ট। মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত আকারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা সাধারণ সম্পাদক নাজিরুল আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শাখা সভাপতি প্রসেনজিৎ রুদ্র, নগর সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমদ, সাংস্কৃতিক সংগঠন বায়ান্ন-একাত্তর সভাপতি খইরুম কামেশ্বর, ছাত্রফ্রন্ট সদস্য তৌহিদুজ্জামান জুয়েল ও এম কে মুনিম প্রমুখ।

এসময় অবিলম্বে পরিবহন সংকট নিরসন, আবাসিক হল নির্মাণ, ক্যাফেটেরিয়া ও ডাইনিংয়ে খাবারের খরচ কমানোসহ বিভিন্ন দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।