ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাবা-মা শিক্ষক, আমি হবো ডাক্তার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বাবা-মা শিক্ষক, আমি হবো ডাক্তার রাফিয়া রায়হানা

খুলনা: রাফিয়া রায়হানা। আমি মিকশিমিল মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছি। আমার অনেক আনন্দ লাগছে। বাবা-মা ও স্কুলের শিক্ষকদের কারণে আমার এই ভালো রেজাল্ট।

আব্বু রুহুল আমিন, আম্মুর রিনিয়াজ পারভীন। তাদের কষ্টও সার্থক হয়েছে।

তারা দু’জনেই স্কুল শিক্ষক। তবে তাদের স্বপ্ন আমাকে ডাক্তার বানানোর। আমারও একই ইচ্ছে।  

আমাদের খুলনা জেলার ডুমুরিয়া থানার ৩ নম্বর রুদাঘরা ইউনিয়ানের মিকশিমিল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩৪ জন ছাত্রী জেএসসি পরীক্ষা দিয়েছে। আমি তাদের মধ্যে একমাত্র এ প্লাস পেয়েছি। শিক্ষকরা আমাকে অনেক ভালোবাসেন। তারা আমার এ রেজাল্টে অনেক খুশি। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় এ প্লাস পেয়েছিলাম। ভবিষ্যতে ডাক্তার হয়ে আমি গরিব-দুখি ও অসহায় মানুষের সেবা করতে চাই। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি।

ভবিষতের সব পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে চাই এবং সেভাবেই পড়াশোনা করবো। আমি বাবা-মায়ের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে যাবো।

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
জিএমএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।