ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

সাফল্য পেতে সময়কে কাজে লাগানোর তাগিদ দিলেন বেবী নাজনীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
সাফল্য পেতে সময়কে কাজে লাগানোর তাগিদ দিলেন বেবী নাজনীন বক্তব্য রাখছেন বেবী নাজনীন

নীলফামারী: বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সংগীত শিল্পী বেবী নাজনীন বলেছেন, ছেলে-মেয়েদের ভালভাবে পড়াশোনা করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। শিক্ষার্থীদের নেশা ও মাদকের মোহে না জড়িয়ে সত্যিকার মানুষ হওয়ার জন্য চেষ্টা থাকতে হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বেবী নাজনীন আসছে এসএসসি পরীক্ষায় সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

আর এ সাফল্য পেতে শিক্ষার্থীদের সময়কে কাজে লাগানোর তাগিদ দেন তিনি।

উপজেলার বাঙালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি প্রণোবেশ বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক রেজাউর রহমান রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ