ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

ইবি উপাচার্যের ওপর হামলার ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ইবি উপাচার্যের ওপর হামলার ঘটনায় মামলা

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর ওপর হামলার ঘটনায় শৈলকূপা থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাস্তায় গাছ ফেলে গাড়ি আটকিয়ে ছিনতাই, ডাকাতি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ব্যক্তিগত কাজে ঢাকা থেকে যাওয়ার পথে শুক্রবার ভোর ৩টা ৪২ মিনিটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় হামলার শিকার হন। এসময় সন্ত্রাসীরা মহাসড়কে গাছ ফেলে উপাচার্যের গাড়ি গতিরোধ করে। পরে উপাচার্য কৌশলে সেখান থেকে দৌড়ে প্রাণ বাঁচান।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ