ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

তদন্ত কমিটিতে অনাস্থা ঢাবি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
তদন্ত কমিটিতে অনাস্থা ঢাবি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংঘটিত বিভিন্ন ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রমের প্রতি অনাস্থা জানিয়েছে নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নিপীড়নবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাসুদ আল মাহাদী এ অনাস্থা জানান।

তিনি বলেন, গত ১৫, ১৭ ও ২৩ জানুযারির ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এই কমিটিতে মোট ১১ জনের মধ্যে ১০ জন শিক্ষক। তদন্ত কমিটির আটজন শিক্ষকই যখন আমাদের বিচারের দাবিতে মানববন্ধনে উপস্থিত থাকেন তখন তদন্ত কমিটির উপর আমরা বিশ্বাস রাখতে পারি না।

প্রক্টরের পদত্যাগ দাবি করে মাসুদ আল মাহাদী বলেন, দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ১৫ ও ২৩ তারিখে শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছিল তাদের বহিষ্কার করতে হবে।

সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় প্রতিবাদ মিছিল ও প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসকেবি/আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।