ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কোচিং বাণিজ্যে যুক্ত ২৫ শিক্ষককে বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, জানুয়ারি ৩০, ২০১৮
কোচিং বাণিজ্যে যুক্ত ২৫ শিক্ষককে বদলি

ঢাকা: কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকায় রাজধানীর বিভিন্ন স্কুলের ২৫ জন শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বদলি হওয়া শিক্ষকদের ২ ফেব্রুয়ারির (শুক্রবার) মধ্যে তাদের পুরনো কর্মস্থল ছাড়তে হবে বলে সোমবার (২৯ জানুয়ারি) এক আদেশে জানানো হয়েছে।  

বদলি হওয়া শিক্ষকদের মধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন, সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের ৮ জন এবং নিউ গভমেন্ট হাই স্কুল ও খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ জন করে শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়েছে।

 

এর আগে শিক্ষা প্রতিষ্ঠানে থেকে কোচিং বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে রাজধানীর আট শিক্ষা প্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।