ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসি প্রথমদিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৫২১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
এসএসসি প্রথমদিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৫২১ দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

প্রথমদিনের পরীক্ষায় ৫২১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। অনুপস্থিতির গড় হার ০ দশমিক ৩১ শতাংশ।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পরীক্ষার পর দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় এক লাখ ৬৭ হাজার ৯২৮ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬৭ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।  

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রংপুর জেলায় ৯৯ জন, গাইবান্ধায় ৮২, নীলফামারীতে ৭৮, কুড়িগ্রামে ৫১, লালমনিরহাটে ৩৯, দিনাজপুরে ১১৪, ঠাকুরগাঁয়ে ২৮ ও পঞ্চগড় জেলায় ৩০ জন।

পরীক্ষা চলাকালে দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান দিনাজপুর স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৬১৪টি বিদ্যালয় হতে ২৬০টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৩৬ জন ও ছাত্রী ৯১ হাজার ২৪ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৬৪ হাজার ৬২, অনিয়মিত পরীক্ষার্থী ২২ হাজার ৪৭৩ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৫ জন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।