ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

চতুর্থ দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৪৬, বহিষ্কার ১৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
চতুর্থ দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৪৬, বহিষ্কার ১৬ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল (ফাইল ফটো)

বরিশাল: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চতুর্থদিনে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৩৪৬ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) পরীক্ষার পর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় ১লাখ ৩ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী রয়েছে।

বিভাগের ১ হাজার ৪২৬ টি বিদ্যালয়ে মোট ১৭২ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। এর মধ্যে সোমবার ইংরেজি প্রথমপত্রে মোট ৮৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ হাজার ৯৩১ জন অংশ নেয়।  

এই দিন বরিশালে ১০৫, ভোলায় ৪৬, বরগুনায় ৪৭, পটুয়াখালীতে ৭৬, পিরোজপুরে ৩৩ ও ঝালকাঠিতে ৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বরিশাল ৯ জন ও ভোলায় ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান মো. আনোয়ারুল আজিম।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।