ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সাবেক ঢাবি ভিসির খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান বাতিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
সাবেক ঢাবি ভিসির খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়র সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর থেকে প্রদত্ত এক পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, এ আদেশ ৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার থেকে কার্যকর হবে।

২০০২ সালের ২৩ জুলাই মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর পুলিশ ও ছাত্রদলের নির্যাতনের ঘটনায় ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন আনোয়ারউল্লাহ চৌধুরী। সে সময় তার বিরুদ্ধে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছিলো। এরপর থেকে প্রতিবছর ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ‘শামসুন্নাহার হল নির্যাতন’ দিবস পালিত হয়।

এর আগে বিভাগের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট ঢাবির সাবেক এ ভিসি নৃ-বিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।