ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট ও ডিন পদে নতুন মুখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট ও ডিন পদে নতুন মুখ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য যোগদানের ১০ দিনের মাথায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি আবাসিক হলে প্রভোস্ট ও ছয়টি অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নির্দেশে এ নিয়োগ হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রভোস্ট হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী
অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী।

এছাড়া বিজ্ঞান অনুষদে ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদে ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল, কলা ও মানবিক অনুষদে ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, বিজনেস স্টাডিস অনুষদে মার্কেটিং
বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন, প্রকৌশল অনুষদে ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং আইন অনুষদে ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহ.
আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।