ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

সিলেটে গণিত পরীক্ষার প্রশ্নপত্রসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
সিলেটে গণিত পরীক্ষার প্রশ্নপত্রসহ যুবক আটক সিলেটে এসএসসি গণিত পরীক্ষার ফাঁস হওয়া এমসিকিউ (নৈব্যত্তিক) প্রশ্নপত্র

সিলেট: সিলেটে মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) গণিত পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্রসহ দেলোয়ার হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে সরকালের বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরের আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

আটকের পর দুপুর ১টায় পরীক্ষা শেষে প্রশ্নপত্র হুবহু মিল পায় গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ওই যুবকের হাতে থাকা ওয়ালটন অ্যান্ড্রোয়েড মোবাইল ফোনে গণিত এমসিকিউ (নৈব্যত্তিক) ‘খ’ সেটের প্রশ্নপত্র পাওয়া যায়।

আটক দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের কলিমপুরের হুমায়ূন কবীরের ছেলে ও সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকার বাসিন্দা।

আটকের পর দেলোয়ার স্বীকার করে ভৈরব থেকে তার এক চাচা প্রশ্নপত্রটি মোবাইলে দিয়েছেন। নগরের আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শরীফুল ইসলাম নামে তার এক ভাতিজা পরীক্ষা দিচ্ছিলো বলে- আটকের পর গোয়েন্দা সংস্থাকে জানায় দেলোয়ার।  

পরে দুপুর ১টার দিকে তাকে সিলেট বিমানবন্দর থানার আম্বরখানা ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ দেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।