ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চীনের নববর্ষবরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চীনের নববর্ষবরণ চীনা নববর্ষবরণ অনুষ্ঠানের একটি মুহূর্ত

বর্ণিল আয়োজনে চীনের নববর্ষ বা লুনার নিউ ইয়ার উদযাপিত হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। 

রোববার (১১ ফেব্রুয়ারি) এ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউট ও ভর্তি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান মালিশা এডু।  

অনুষ্ঠানে মালিশা এডু’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলী, ঢাকায় চীনা দূতাবাসের সংস্কৃতি বিষয়ক ডিরেক্টর জিয়া মিইং, ব্র্যাক ইউনিভার্সিটির প্রোভিসি আনিসুর আহম্মেদ, মালিশা এডু’র ম্যানেজিং ডিরেক্টর ড. মারুফ মোল্লাহ এবং চীনা দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এবং চীনের সাংস্কৃতিক আদান-প্রদানে বাড়তি মাত্রা যোগ হয়েছে। সবাই আশা করেন, বাংলাদেশের সংস্কৃতি এবং চীনা সংস্কৃতি আগামীতে আরও কাছাকাছি আসবে।

চন্দ্র বর্ষের প্রথম দিনটিকে চীনারা নববর্ষ হিসেবে পালন করে থাকে। এ বছর ১৬ ফেব্রুয়ারি চীনজুড়ে নববর্ষবরণের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।