ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৬৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৬৯ ফাইল ফটো

ময়মনসিংহ: ময়মনসিংহে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১৬৯ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষার পর ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা) কার্যালয়ের অফিস সুপার শফিকুল ইসলাম বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখার মোট পরীক্ষার্থী ছিলো ৪৫ হাজার ১৪০ জন।

পরীক্ষায় অংশ নেয় ৪৪ হাজার ৯৭১ জন। অনুপস্থিত ছিলো ১৬৯ জন পরীক্ষার্থী।  

এতিবে দাখিল পরীক্ষায় ১০ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলো ৪২ জন পরীক্ষার্থী।

কারিগরি এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী। ৫৯ জন অনুপস্থিত ছিলেন বলেও জানান অফিস সুপার শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।