ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চলছে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
‘বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চলছে’ প্রশ্নফাঁস রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের মানববন্ধন

প্রশ্নফাঁস এখন মহামারীর আকার ধারণ করেছে। মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের পাশাপাশি বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন নিয়মিত ফাঁস হচ্ছে। বাদ পড়ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নও।

চলমান এসএসসি পরীক্ষার সাতটি বিষয়ের প্রশ্নফাঁস হয়েছে। এ অবস্থা চলতে পারে না।

আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চলছে।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাব চত্বরে প্রশ্নফাঁস রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এ অভিযোগ করেন।  

বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের কড়া সমালোচনা করে বলেন, এর মাধ্যমে সোনার বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চলছে।  

মানববন্ধনে তিনি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ঢাকা মহানগর উত্তরের সভাপতি কেএম শরিফুল ইসলামের সভাপতিত্বে মানব বন্ধনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ, প্রচার ও যোগাযোগ সম্পাদক মুহাম্মাদ শরীফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফিসহ মহানগর নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।