ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে সাংবাদিকদের কালোব্যাজ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে সাংবাদিকদের কালোব্যাজ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের কালোব্যাজ ধারণ। ছবি: বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।

বর্বরোচিত এ হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় রোববার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ শিক্ষকদের বিভিন্ন ফোরাম, বিভিন্ন বিভাগ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

হামলার প্রতিবাদে দিনভর কালোব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

এ ঘটনায় দফায় দফায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করছে শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে শনিবার (৩ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তড়িৎ প্রকৌশল বিভাগের উৎসব চলাকালে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।