ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

কালকিনিতে ‘ক’সেটের প্রশ্নে পরীক্ষা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
কালকিনিতে ‘ক’সেটের প্রশ্নে পরীক্ষা! কালকিনিতে ‘ক’সেটের প্রশ্নে পরীক্ষা। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: এইচএসসি পরীক্ষার প্রথমদিনে সারাদেশে ‘খ’সেটে পরীক্ষা অনুষ্ঠিত হলেও মাদারীপুরের কালকিনির তিনটি কেন্দ্রে ঘটেছে এর ব্যতিক্রম। ’খ’ সেটের পরিবর্তে কালকিনি উপজেলার তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ‘ক’ সেটের প্রশ্নে! ফলে দুশ্চিন্তায় রয়েছে ৩টি কেন্দ্রের ৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

কেন্দ্র তিনটি- কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, শেখ হাসিনা একাডেমি অ্যান্ড ইউমেন্স কলেজ, ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২ এপ্রিল) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।

সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সারাদেশে ‘খ’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও মাদারীপুরের কালকিনির তিনটি কেন্দ্রেই প্রশ্নপত্র পরিবর্তনের ঘটনা ঘটেছে। সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ‘ক’সেটে!

নাম না প্রকাশে একাধিক শিক্ষার্থী বলেন, সারাদেশে ‘খ’ সেটে পরীক্ষা হলেও আমাদের ‘ক’ সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। এমনিতেই প্রশ্নপত্র ফাঁসের ভয় থাকে, এখন প্রশ্নপত্র পরিবর্তনে বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। ’কালকিনিতে ‘ক’সেটের প্রশ্নে পরীক্ষা।  ছবি: বাংলানিউজঅভিভাবকরা অভিযোগ করে বলেন, ‘এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গুরুত্ব সহকারে দেওয়া উচিৎ। ভুল করে এর তো সমাধান সহজে করা যায় না। আমরা চাই, এতে কোনো পরীক্ষার্থীর সমস্যা না হয়। ’

সংশ্লিষ্ট এক শিক্ষক জানান,‘প্রথম বিষয়টি আমরা বুঝতে পারিনি। পরীক্ষা শেষে অভিভাবকের মাধ্যমে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। ’

কালকিনি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রমথ রঞ্জন ঘটক জানান, ‘একটি বার্তা ভুল বোঝার কারণে এটি হয়েছে। আমরা শিক্ষাবোর্ডে কথা বলেছি বিষয়টি সমাধানের পথে। ’

তিনি আরো জানান, ‘এখানে ৩টি কেন্দ্রে পরীক্ষায় প্রশ্নপত্র পরিবর্তনের ঘটনা ঘটেছে। পরীক্ষা শেষে বিষয়টি জানার পরে খাতাগুলো আলাদা করে রাখা হয়েছে, সরাসরি এই খাতাগুলো বোর্ডে জমা দিয়ে আসলে ‘ক’ সেট অনুযায়ী শিক্ষকরা খাতা দেখবেন। ’

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, কালকিনি উপজেলা থেকে এটি হয়েছে। ভুলবশত এই ঘটনা বিষয়টি সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকায় কথা বলেছি। তবে এতে কোনো পরীক্ষার ক্ষতি হবে না। ’

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।