ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দ্বিতীয় পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৫১, বহিষ্কার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
দ্বিতীয় পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৫১, বহিষ্কার ৩

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রে ৬৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পাশাপাশি বহিষ্কার হয়েছেন ৩ জন পরীক্ষার্থী।

বহিষ্কৃতদের মধ্যে বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ২ জন ও ভোলা সদরে ১ জন পরীক্ষার্থী।

অপরদিকে অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৯৪, বরগুনায় ৮৩, পটুয়াখালীতে ১২১, পিরোজপুরে ৬৯, ঝালকাঠিতে ৪৪ ও বরিশালে ২৪০ জন রয়েছে।

এরফলে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৫৪ হাজার ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৭৫১ জন পরীক্ষার্থী পরীক্ষা সম্পন্ন করেন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৩২৭ জন। যারমধ্যে ৩২ হাজার ৪৯৬ জন ছেলে এবং ৩০ হাজার ৮৩১ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।